EKUAA IFTER 2025 (DHAKA)
প্রিয় ইসিই পরিবার, আসসালামু আলাইকুম।
ইকুয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা। আশা করি, সবাই ভালো ও সুস্থ আছেন।
পবিত্র রমজান ২০২৫ উপলক্ষে ইকুয়া ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এবার অনুষ্ঠানটি দুই দিন অনুষ্ঠিত হবে, যাতে ইকুয়ার মাননীয় সভাপতি, সেক্রেটারি ও ইসি সদস্যবৃন্দ ঢাকা ও খুলনা উভয় ভেনুতে উপস্থিত থাকতে পারেন এবং সবার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
ইকুয়া ইফতার ও দোয়া মাহফিল – ঢাকা
📅 তারিখ: ১১ মার্চ ২০২৫ (মঙ্গলবার)
⏰ সময়: বিকাল ৪:৩০
📍 স্থান: ক্লাব ৮৯, গুলশান-১, ঢাকা (https://maps.app.goo.gl/uTWFvS2yz8nBQzNGA)
📞 যোগাযোগ ও অর্থনৈতিক বিষয়: ব্যাচ রিপ্রেজেন্টেটিভ
এই আয়োজনে ইকুয়ার সকল প্রাক্তন সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। বিশেষভাবে, ইসিই ২০ ব্যাচকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হবে।
একটি সফল আয়োজন নিশ্চিত করতে আপনাদের সক্রিয় উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খুলনায় অংশগ্রহণ নিশ্চিত করতে নিচের লিংকে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা হলো।